শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে হাসানের ইতিহাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৬ পিএম

ভারতে প্রথম বাংলাদেশি হিসেবে হাসান মাহমুদের ইতিহাস, ছবি : সংগৃহীত

ভারতের চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চলমান টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ এক নতুন ইতিহাস রচনা করেছেন। টানা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করে, ভারতীয়দের প্রথম ইনিংসে ৩৭৬ রানে থামানোয় বড় কৃতিত্ব আছে এই তরুণ পেসারের। 

যশপ্রীত বুমরাহকে তৃতীয় স্লিপে ক্যাচ বানিয়ে তার ইনিংসের পঞ্চম উইকেটটি অর্জন করেন হাসান, যা বাংলাদেশের পেস আক্রমণের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

এই সাফল্য শুধু হাসানের ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশেরও। কারণ, ভারতের মাটিতে বাংলাদেশের কোনো বোলার প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার করল। এমনকি এর আগে খেলা তিন টেস্টে কোনো বাংলাদেশি স্পিনারও এই কৃতিত্ব দেখাতে পারেননি। হাসান মাহমুদের এই পারফরম্যান্স তাকে ভারতীয় মাটিতে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সেরা পেসারদের কাতারে নিয়ে গেছে। 

২০২০ সাল থেকে এখন পর্যন্ত ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় পেসার হলেন তিনি, এর আগে এই কৃতিত্ব আছে কেবল নিউজিল্যান্ডের টিম সাউদির। সাউদি ২০২১ সালের কানপুর টেস্টে ৫ উইকেট শিকার করেছিলেন।

হাসানের এই অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশের পুরোনো স্মৃতিও ফিরিয়ে এনেছে। চলতি মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে বাংলাদেশের পেসারদের মধ্যে টানা দুই টেস্ট ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন কেবল রবিউল ইসলাম, ২০১৩ সালের জিম্বাবুয়ে সফরে। বিদেশের মাটিতে দুইবার ফাইফার নেওয়ার কৃতিত্বও এখন রবিউল এবং হাসানের মধ্যেই সীমাবদ্ধ।

ভারতের মাটিতে এশিয়ার বোলারদের মধ্যে পাঁচ উইকেট শিকারের আগের কৃতিত্ব ছিল পাকিস্তানের ইয়াসির আরাফাতের, ২০০৭ সালের বেঙ্গালুরু টেস্টে। আর বাংলাদেশি বোলারদের মধ্যে ভারতে এ পর্যন্ত সেরা পারফরম্যান্স ছিল আবু জায়েদের, যিনি ২০১৯ সালে ইন্দোরে ৪ উইকেট নিয়েছিলেন।
চেন্নাইয়ে হাসানের ইতিহাস

হাসানের এই ধারাবাহিক পারফরম্যান্স শুধু তার নয়, বাংলাদেশের বোলিং আক্রমণের জন্যও নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com