প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ২:৪২ পিএম আপডেট: ০২.০৩.২০২৪ ২:৪৪ PM

পিরোজপুরে আজ ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ সকাল ৯:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
শুভেচ্ছা বক্তব্যে জেলা নির্বাচন অফিসার জনাব মিজানুর রহমান ভোটার হওয়ার প্রয়োজনীয় তথ্য নিয়ে ব্যাপক আলোচনা করেন। আলোচনায় জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়া নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। ভোটারের প্রয়োজনীয়তা ও ভোটার হওয়ার বিভিন্ন নিয়মকানুন তুলে ধরেন।
এ সময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুবায়ের আল মামুন সহ আরও অনেকেই আলোচনা করেন। আলোচনায় জাতীয় পরিচয়পত্র ও ভোটার সংশোধনী নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাধুবি রায়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন।
আলোচনায় র্যালিযোগে আমরা সবাই ভোটার হব স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব এ স্লোগানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীর লোকজন যোগদান করেন।