মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কবুতরখোলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪টি ড্রেজারসহ ৫ জন দুষ্কতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মা এবং স্টেশন পাগলার সমন্বয়ে লৌহজং উপজেলার কবুতরখোলা এলাকায় অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪টি ড্রেজারসহ ৫ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।
তিনি আরও বলন, পরবর্তীতে আটককৃত ড্রেজার এবং দুস্কৃতিকারীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সহকারী কমিশনার (ভূমি), লৌহজং এর নিকট হস্তান্তর করা হয়।