প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৫ পিএম

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে ইয়াবা সহ ৬ মামলার আসামি শিপন ও তার সহযোগীকে আটক করে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এসআই আল আমিনের নেতৃত্বে ডামুড্যা উপজেলা ইসলামপুর ইউনিয়নের তারা শিমুলিয়া গ্রামের আলী আশরাফ সড়কের ব্রিজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শিমুলিয়া গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে শিপন সরদার (২৭) ও এরিকাঠি গ্রামের আনোয়ার ছৈয়ালের ছেলে অনিম ছৈয়াল (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শিপন সরদারের নামে এর আগে মাদক ও মারামারি সহ ঢাকা ও শরীয়তপুরে মোট ৬টি মামলা রয়েছে। তিনি একসময় সরকারী টিনের ঘরে থাকতেন। মাদক ব্যবসা করে বাড়িতে দুই তলা পাকা ভবন তৈরি করেছেন ও অবৈধভাবে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে ফসলি জমি ধ্বংস করে মাছের প্রজেক্ট তৈরি করতেছেন। শিপন সরদারের চাচা নান্নু সরদার ওই এলাকার মেম্বার হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেন না।
ডিবি'র ওসি আবু বকর মাতব্বর জানান, ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের তারাশিমুলিয়া গ্রাম থেকে শিপন সরদার ও অনিম ছৈয়ালকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।