শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বই মেলায় এলো ডা. স্বপ্নীল এর ১২ তম গ্রন্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩০ পিএম

এবারের বই মেলাকে ঘিরে বেরিয়েছে প্রখ্যাত লেখক গবেষক, লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর  ১২ তম গ্রন্থ ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও আমাদের চুড়ান্ত বিজয়’। বইটির একটি বিশেষ দিক হচ্ছে বিগত বছরে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা স্থান পেয়েছে। এতে ডা. স্বপ্নীল তার দৃষ্টিতে বাংলাদেশের উন্নয়ন  অগ্রযাত্রা, মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের কথা তুলে ধরেছেন। 

২০২৩ সালের ফেব্রুয়ারী  থেকে শুরু  করে ২০২৪ সালের ফেব্রুয়ারী  মধ্যে ঘটে যাওয়া নানা ঘটনা আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের নানা সফলতার গল্প আর তার বিরুদ্ধাচরণের নামে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার যে বিরোধীতা চলেছে তার একেকটি সময়োপযোগি মুল্যায়ন তুলে ধারা হয়েছে বইটিতে। বইটি বিশেষ করে লেখক গবেষক এবং ইতিহাসবেত্তাদের জন্য একটি অনন্য সংগ্রহ হতে পারে।  

‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও আমাদের চুড়ান্ত বিজয়’ গ্রন্থটি প্রকাশ করেছেন তাম্রলিপির স্বত্বাধিকারী এ কে এম তারিকুল ইসলাম রনি। যার প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির স্বত্ব রাখা হয়ে লেখকের নিজের নামে। লেখক বইটি উৎসর্গ করেছেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরীকে। চকচকে মলাটের ৫৬৫ পৃষ্টার বইটির মুল্য রাখা হয়েছে ৫২০টাকা। ছাপার কাজটি করেছে জনপ্রিয় কালার প্রিন্টার্স। চলমান বইমেলায় তাম্রলিপি স্টলসহ দেশের খ্যাতনামা লাইব্রেরী ও বিপনন কেন্দ্রে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে লেখকের প্রায় ১১টি বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য সাড়া জাগানো ও গবেষণাধর্মী বইগুলো হচ্ছে- সেকাল একালের কড়চা, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, একাত্তরের বিজয়, এখন সময় বাংলাদেশের, হোয়াইট হাউস ইয়ারস, লিভার চিকিৎসায় নতুন সম্ভাবনা, পথ হারাবেনা বাংলাদেশ, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব এবং রাজনীতির এই সময়।  

সিলেট নগরের ছড়ারপারের কৃতিসন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান এবং সম্প্রীত বাংলাদেশ এর সদস্য সচিব। তার সহধর্মিনী একই বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের (ভিট্টিও-রেটিনা) অধ্যাপক এবং শহীদ বুদ্ধিজীবি ডা. আলীম চৌধুরীর মেয়ে অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। 

ডা. স্বপ্নীল তার গবেষণা ও লেখালেখির জন্য সরকারী বেসরকারী এবং আন্তর্জাাতিক অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com