শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কিংবদন্তি লেখক ভাসুদেবান নায়ার মারা গেছেন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৪ পিএম

দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কিংবদন্তি লেখক এম টি ভাসুদেবান নায়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) কেরালার কোজিকোডে জেলার একটি হাসপাতালে ভাসুদেবানের মৃত্যু হয়। শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা নিয়ে কয়েক দিন আগে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

নায়ার নামেই বেশি পরিচিত এম টি ভাসুদেবান। জনপ্রিয় লেখকের পাশাপাশি তার আরও দুটি পরিচয় আছে। তিনি একজন চলচ্চিত্রনির্মাতা ও চিত্রনাট্যকার।

ভাসুদেবান মালয়ালম সাহিত্যের অন্যতম প্রসিদ্ধ লেখক। ভক্ত–অনুরাগীরা তার প্রতি শেষশ্রদ্ধা জানাচ্ছেন।

কেরালার পালাক্কাড় জেলায় ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন ভাসুদেবান। তার পরিবারে পড়ালেখাকে উৎসাহিত করা হতো না। এরপরও পড়ালেখায় অনেক বেশি আগ্রহী ছিলেন জনপ্রিয় এই লেখক। ছোটবেলা থেকেই তার লেখালেখির হাতেখড়ি। সে সময় কিছু সাময়িকীতে তাঁর লেখা ছাপা হয়েছিল।

ভারতীয় সাময়িকী আউটলুককে একবার ভাসুদেবান বলেছিলেন, ‘অন্য ছেলেদের মতো আমি খেলাধুলার প্রতি তেমন আগ্রহী ছিলাম না। আমি শুধু একটি খেলাই পারতাম—লেখালিখি।’

ভাসুদেবান নায়ার কলেজে রসায়নের ছাত্র ছিলেন। তিনি স্কুলছাত্রদের গণিত শেখাতেন। পরে তিনি নামকরা সাপ্তাহিক পত্রিকা মাতৃভূমিতে যোগ দেন এবং কম সময়ের মধ্যে একজন লেখক এবং সম্পাদক হিসেবে নাম করেন। এ সময় তিনি বেশ কয়েকটি উপন্যাস ও ছোটগল্প-সংগ্রহ, সংবাদপত্রের কলাম, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনি লেখেন।

সম্পাদক হিসেবে ভাসুদেবান অনেক তরুণ লেখককে খুঁজে বের করেছিলেন এবং তাদের লেখা প্রকাশ করেছিলেন, যারা পরবর্তী সময়ে বিখ্যাত হয়েছিলেন।

যৌথ পরিবারের অবক্ষয় নিয়ে নায়ারের উপন্যাস নালুকেট্টু (চার ঘর ব্লক) ১৯৫৯ সালে কেরালার সর্বোচ্চ সাহিত্য সম্মাননাগুলো একটি জিতে নিয়েছিল। কয়েক দশক পর তিনি সরকারি টেলিভিশন চ্যানেল দূরদর্শন জন্য বইটিকে একটি চলচ্চিত্রে রূপ দিয়ে একটি রাষ্ট্রীয় পুরস্কার জিতে নেন।

ভাসুদেবানের উপন্যাস ‘রান্দামুজহাম’ ভীম চরিত্রের দৃষ্টিকোণ থেকে হিন্দু মহাকাব্য মহাভারতের ভিন্নধর্মী চিত্রায়ণ। এটিকে ভারতীয় সাহিত্যের একটি ক্লাসিক হিসেবে বিবেচনা করা হয়।

ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠসহ অনেক পুরস্কার জিতেছেন এই লেখক।

সাহিত্যকর্মের পাশাপাশি মালয়ালম সিনেমায় চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে দীর্ঘকাল কাজ করেছেন ভাসুদেবান। তিনি বেশ কয়েকটি জাতীয় ও প্রাদেশিক পুরস্কার জিতেছেন।

ভাসুদেবানের সবচেয়ে পরিচিত চিত্রনাট্যের মধ্যে রয়েছে অরু ভাদাক্কান বীরগাথা (বীরগাথার উত্তরাঞ্চলীয় গীতিনাট্য)। শক্তিশালী সংলাপ ও অভিনয়ের জন্য মালয়ালম সিনেমায় একটি ক্লাসিক হিসেবে পরিচিত এটি। সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘মনোরথাঙ্গল’ ভাসুদেবানের ছোটগল্প–সংগ্রহ থেকে নেওয়া। এতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রশিল্পী কমল হাসান, মামুট্টি, মোহনলাল এবং ফাহাদ ফাসিলের মতো বিশিষ্ট অভিনেতারা অভিনয় করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com