মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ময়মনসিংহে চালককে হত‍্যা করে গাড়ি ছিনতাই, গ্রেফতার ৭
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩৩ পিএম

ময়মনসিংহে আবুল হাশেম (২৯)নামের এক চালককে হত‍্যা করে অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনায় চার ঘাতক খুনিসহ ৭জনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে অটোরিক্সাটি উদ্ধার করা হয়। 

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গৌরীপুর ময়মনসিংহ কোতোয়ালিসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সরাসরি হত‍্যাকান্ডে জড়িত আলমগীর (২০), রাকিবুল হাসান তপু (৩০), রাকিব হাসান ওরফে রাকিবুল ইসলাম (২১),আরাফাত হোসেন বাবু (২৭)সহ চারজন এবং অটো রিক্সাটি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে সুমন শেখ (৩৫) এবং আলম (৪০)সহ তিনজন সর্বমোট ০৭ জনকে গ্রেফতার করা হয়।

নিহত অটোচালক আবুল হাশেম সদর উপজেলার দাপুনিয়া এলাকার  বাসীন্দা মৃত জহির উদ্দিনের ছেলে। 

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত  প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারকৃত আসামিদের দেয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দির বরাত দিয়ে এসপি মাছুম আহম্মেদ ভুইয়া  সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে আসামীরা  হত্যাকান্ডে  সরাসরি জড়িত ছিলেন স্বীকার করে হত‍্যাকান্ডের লোহমর্ষক বর্ণনা দিয়েছেন।

গ্রেফতারকৃতরা জানান গত ০৮/০২/২০২৪ তারিখ রাত  রাত ১২টার  দিকে শম্ভুগঞ্জ ব্রীজ হতে ভিকটিম হাসেমের অটো রিক্সা ভাড়া করে নগরীর সার্কিট হাউজ মাঠে নিয়ে যায়। সেখান থেকে মারতে মারতে  আবুল হাশেমকে বেড়িবাঁধের নিচে নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে  তিনজন হাত পা' মুখ বেধে মাটিতে চেপে ধরে রাখে। একজন চাকু দিয়ে বুকে ও পেটে একাধিক আঘাত করে মৃত্যু নিশ্চিত করে লাশ মাটিতে ফেলে রেখে অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পরে নগদ ৩৪০০০টাকায় অটো রিক্সাটি বিক্রি করে টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। হত‍্যা কান্ডে সরাসরি জড়িত চারজনই পেশাদার খুনি ও ছিনতাইকারী। এদের বিরুদ্ধে হত‍্যা' ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। আসামীরা দীর্ঘ ১৯ মাস জেলহাজত খেটে  গত ২ মাস পুর্বে জামিনে বের হয়েছেন। এদেরকে সিসি টিভি ফুটেজ ও তথ‍্যেপ্রযুক্তির সহায়তা এবং কৌশল অবলন্ধন করে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার এসপি  মাছুম আহম্মেদ ভুইয়া।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com