প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ২:০৭ AM

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।
তিনি বলেছেন, জাতীয় পার্টি দলের নেতাদের অবমূল্যায়ন করেছে। এ কারণে তিনি নির্বাচন করবেন না।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মশিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন, ম্যাডাম নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত জানানোর আগেই তার আসনেও প্রার্থী দিয়েছেন চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। ম্যাডামের ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী হিসেবে আবু মুসা সরকারকে মনোনয়ন দিয়েছে তারা।এটা অন্যায় করা হয়েছে।
এর আগে নির্বাচনে অংশ গ্রহণ ও জাতীয় পার্টির চলমান সংকট সম্পর্কে সিদ্ধান্ত নিতে অনুসারীদের নিয়ে বৈঠকে বসেন রওশন এরশাদ। প্রায় ১ ঘন্টার ও বেশী সময় বৈঠকের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আমি স্বাগত জানিয়েছিলাম এবং নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলাম। কিন্ত নির্বাচনে অংশ অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ণ করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।
রওশন এরশাদ বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা মনোনয়ন সংগ্রহ করতে গিয়ে কার্যালয়ে ঢুকতে পারেননি এমনকি তাদের পরিবারের সদস্যদের অপমান করা হয়েছে। তাই আমি নির্বাচনে অংশ নিচ্ছি না