মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিএনপির অবরোধের প্রথম দিনে ঢাকায় ও চট্টগ্রামে ৪ বাসে আগুন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৭:৩৩ পিএম

বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে ঢাকার বিভিন্ন এলাকায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের ওপর হামলা, ১৫৮ জনকে গ্রেপ্তার, দুই বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে বন্দরনগরীর ইপিজেড ও বায়েজিদ থানা এলাকায়ও দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বেলা সাড়ে ৩টার দিকে হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারার সামনে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কদমতলী থানার মুন্সিখোলায় একটি বাসে ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

এদিকে পুরান ঢাকার চানখাঁরপুলের চাঁন কমিউনিটি সেন্টারের সামনে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন—চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম ও উপপরিদর্শক (এসআই) শুভঙ্কর রায়।

গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল ও আশপাশের অঞ্চল ঘুরে দেখা যায়, গণপরিবহন চলাচল সীমিত রয়েছে। দূরপাল্লার বাস ও আন্তজেলার বাস চলাচলও ছিল সীমিত। ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও বাড়ি ফেরা যাত্রীরা। তবে ট্রেন, লঞ্চ ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল করেছে। 

অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবী মিছিলে বাধা দেয় পুলিশ। দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে কয়েকশ আইনজীবী মিছিল নিয়ে সড়কে যাওয়ার চেষ্টা করে। তবে হাইকোর্টের মাজার গেটে সেটি আটকে দেয় পুলিশ। 

অন্যদিকে চট্টগ্রামে ভোর সাড়ে ৬টার দিকে ইপিজেড এলাকার সল্টগোলা ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুজন। এর আগে ভোর পৌনে ৪টার দিকে বায়েজিদ বালুচর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়া হয়। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com