সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কাকরাইলে সংঘর্ষ: প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ বক্সে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৩:৩৬ পিএম

রাজধানীর কাকরাইল মোড়, হাইকোর্ট এলাকা ও প্রধান বিচারপতির বাসভাবনের সামনে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় প্রধান বিচারপতির বাসভবনের গেটে হামলা ও ভাঙচুর চালায় বিএনপির কর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে এ হামলা চালানো হয়। এ ঘটনা পর কাকরাইল মোড়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিজিব মোতায়েন করা হয়েছে।

এর আগে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে কয়েকটি বাস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। দুপুর ১২টার দিকে কয়েকজন কর্মী বৈশাখী পরিবহনের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে গাজীপুর পরিবহনের আরেকটি বাসে ভাঙচুর চালায় আরও কয়েকজন।

মহাসমাবেশ শুরুর আগে থেকেই কাকরাইল থেকে নটর ডেম কলেজ মোড় পর্যন্ত দুপাশের রাস্তায় হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন। ব্যানার, প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করছেন তারা। বেগম জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের একদফা দাবিতে স্লোগানেমুখর হয়ে উঠেছে নয়াপল্টন।
 
মঞ্চে অবস্থান নিয়ে স্থানীয় নেতারা এরইমধ্যে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিও তুলছেন তারা। বেলা বাড়ার পরপর কেন্দ্রীয় নেতারা মঞ্চে  উঠে বক্তব্য দেবেন।
 
রমনা বিভাগের এক কর্মকর্তা বলেন, “বিএনপি সমর্থকরা দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।”

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কাকরাইল ও হাইকোর্ট এলাকা থেকে আহত দুইজন হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগ চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তারা কীভাবে আহত হয়েছেন, তা জানার চেষ্টা চলছে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com