প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৪ পিএম

অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শারীরিক অসুস্থবোধ করলে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টার দিকে শারীরিক অসুস্থতাবোধ করায় বিএসএমএমইউতে নিয়ে আসা হয় তাকে। বিএসএমএমইউ’র কেবিন ব্লকের ৪১১ নম্বর কেবিনে তিনি ভর্তি।
মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (যুগ্মসচিব) কাজী শাহজাহান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করে জানান, জ্বর ও কাশি হওয়ায় সকালে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার ডেঙ্গু হয়নি বলেও নিশ্চিত করেন কাজী শাহজাহান।
ভোরের পাতা/কে