প্রকাশ: বুধবার, ২৮ জুন, ২০২৩, ১২:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে সবার ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের জন্য মার্কিন ভিসানীতি ঘোষণা করার পর রাজনৈতিক মহলে চলছে শোরগোল।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারসংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে। মার্কিন প্রতিনিধিদলের আগমনের পর রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, সেটাই এখন সবার দেখার বিষয়।
যুক্তরাষ্ট্রের এই আন্ডার সেক্রেটারি গণতন্ত্রকে শক্তিশালী করা এবং সর্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তা প্রদানে কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্র ২৪ মে ভিসানীতি ঘোষণা করেছে।
জুলাইয়ে প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে আসবে বলে জানা গেছে। মার্কিন প্রতিনিধিদলটি ঢাকা সফরের সময় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারে।
ওয়াশিংটন থেকে এই সফরের কর্মসূচি এখনো ঘোষণা করা হয়নি। ফলে সফরের দিনক্ষণ জানা যায়নি। নিরাপত্তাজনিত কারণে বিস্তারিত কর্মসূচি এখনো ঘোষণা হয়নি।