আফতাবনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৩:০৮ পিএম
ফাইল ছবি
রাজধানীর আফতাবনগর এলাকায় নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় প্লাস্টারের কাজ করার সময় মাচা ভেঙে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে দুপুর পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- মো. রবিউল ইসলাম (৩০) ও মো. সুমন (২৯)। আহত কামাল ও সাঈদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া তৌফিক জানান, আফতাবনগর জি ব্লকের ৮ নম্বর রোডের ৬ নম্বর বাসার পাঁচ তলায় বাইরের সাইডে মাচা বেঁধে প্লাস্টারের কাজ চলছিল। এসময় হঠাৎ মাচা ভেঙে সবাই নিচে পড়ে যান। পরে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য দুজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত রবিউল ও সুমনের গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার কড়াইকাটায়। রবিউলের বাবার নাম মংলা শেখ ও সুমনের বাবার নাম আনোয়ার হোসেন। বর্তমানে দুজনেই নির্মাণাধীন ভবনে থাকতেন।