বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
'সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশল'
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৩:৪১ পিএম আপডেট: ২২.০৬.২০২৩ ৪:০৫ PM

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটা তাঁর রাজনৈতিক কৌশল। এখন এসব বক্তব্য দিয়ে তাঁরা সুবিধা নিতে চান। কারণ, বিরোধী দলের সঙ্গে কোনো দেশের চুক্তি হয় না। চুক্তি হয় দেশের সঙ্গে দেশের।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি কখনো দেশের স্বার্থ বিক্রি করেনি—এ দাবি করে ফখরুল বলেন, আজ পর্যন্ত কেউ এমন অভিযোগ করেনি যে বিএনপি দেশ বিক্রি করেছে বা দেশের কোনো জিনিস দিয়ে দিয়েছে। কিন্তু তাদের (আওয়ামী লীগ সরকার) বিরুদ্ধে বহু অভিযোগ আছে।

বিএনপির মহাসচিব আরও বলেন, তারা ( সরকার) নিজেদের মুখে বলেছে, আমরা সবকিছু দিয়ে দিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী বিদেশিদের সাহায্য চাওয়ার কথা বলেছেন। একবার ভারতের কাছে বলেছেন, একবার যুক্তরাষ্ট্রে গিয়ে বলেছেন যে আপনার একটু সাহায্য করেন, বিএনপি যাতে নির্বাচনে আসে। আবার যেন তাদের (আওয়ামী লীগকে) ক্ষমতায় থাকতে দেওয়া হয়।

এসব ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, তাহলে উনি কি নিশ্চিত হয়ে গেছেন যে ক্ষমতায় থাকতে পারছেন না। তাহলে এ প্রসঙ্গ আসছে কেন?

মির্জা ফখরুল বলেন, সেন্ট মার্টিনকে দিয়ে দেওয়ার কথা বলেন ওনারা, সেন্ট মার্টিন চাচ্ছেন ওনারা, আপনি চিন্তা করতে পারেন, সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্কটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র গতকাল বিবৃতি দিয়ে বলেছে যে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, তারা এসব চায়নি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলশূন্য মাঠ তৈরিতে সরকার আবারও চক্রান্ত শুরু করেছে। মিথ্যা মামলাই শুধু নয়, গ্রেপ্তার দেখিয়ে তাড়াহুড়ো করে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে সাজা দেওয়া হচ্ছে। বিএনপির যারা জনপ্রিয় ও সম্ভাব্য প্রার্থী তাদের সরকারের গোয়েন্দারা তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে। নির্বাচনে টেনে নিতে বাধ্য করছে। চাপ প্রয়োগ করছে সরকার।

বিএনপির মহাসচিব বলেন,‘ক্ষমতাসীনরা আবারও জনগণের সঙ্গে প্রতারণার জন্য মিথ্যা কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারা বিশ্ব যেখানে গণতন্ত্রহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উদ্বেগ প্রকাশ করছে সেখানে এ সরকার মিথ্যাচার করে চলছে পাশাপাশি দমনপীড়নে অব্যাহত রেখেছে।

মির্জা ফখরুল বলেন, চূড়ান্ত আন্দোলনকে সামনে ঢাকা মহানগরকে নেতৃত্বশূন্য করতে একযুগ আগের মামলায় সাজা দেওয়া হচ্ছে। শুধু রাজধানীতে নয়, সারা দেশে গ্রেপ্তার করেই সাজা দেওয়া হচ্ছে। মানুষ কোথায় ন্যায় বিচার পাবে? হাইকোর্ট, প্রশাসন কোথায়ও সুবিচার নেই। বিএনপি কখনই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা।

বিএনপির এই নেতা বলেন, সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না জেনেই বিদেশিদের কাছে সাহায্য চাচ্ছে। বিএনপি ও জনগণ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এক ইঞ্চি মাটি কাউকে নিতে দেওয়া হবে না।

প্রজাতন্ত্রের কর্মকর্তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দয়া করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দায়িত্ব পালন করুন। সরকারের বেআইনি আদেশ মেনে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com