প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ২:৩১ পিএম

জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ থানায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।
মামলায় প্রধান আসামি চেয়ারম্যান বাবুকে ভোরে পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রাম থেকে আটক করে র্যাব।
গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাদিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে মারা যান তিনি।