প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১:১২ AM আপডেট: ১৯.০৫.২০২৩ ১১:২০ এএম

ভোটের আগে নিজেদের পক্ষে জোট বড় করছে আওয়ামী লীগ। এরই মধ্যে সরকার-সমর্থক ছয়টি ইসলামী দল নিয়ে আত্মপ্রকাশ করেছে লিবারেল ইসলামী জোট। ২৯ মে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এই জোটে যুক্ত হবে আরও আটটি নতুন দল।
ভোটের রাজনীতিতে জোরালো হয়ে উঠেছে জোটের ভূমিকা। সরকারের সঙ্গে জোটসঙ্গী হিসেবে আছে ১৪ দল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠন হয়েছে সরকারি দলের নতুন মিত্র জোট লিবারেল ইসলামী জোট।
এই জোটে আছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক পার্টি, আশেকানে আউলিয়া পরিষদ, বাংলাদেশ ওলামা মাশায়েখ এবং বাংলাদেশ ইসলামি ডেমোক্রেটিক লীগ এই ছয় দল। জোটের দলগুলোর মধ্যে ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি’ নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার অপেক্ষায় আছে।