প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৯:১৫ পিএম

আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি।
আজ (শুক্রবার) সকালে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন,বিএনপির কোন আন্দোলন বানচাল করার চেষ্টা করে না সরকার অরাজকতা সৃষ্টি হতে পারে তাই বরিশানে ধর্মঘট ডেকেছে বাস মালিকরা সরকারের কথায় নয় গণতান্ত্রিক দেশে সব দলেই নিজের ইচ্ছে মত মত প্রকাশ করতে পারছে এবং আন্দোলন করতে পারছে জানিয়ে তিনি আরও বলেন বিএনপির আন্দোলনে দেশের মানুষ সাড়া দিচ্ছে না তাই তারা দিশেহারা হয়ে পড়েছে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ কোন আন্দোলন করতে পারেনি তারা আওয়ামী লীগকে দমন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন সকল দশের অংশ গ্রহণে এবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন,এবারও বছরের শুরুতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করবে বলেও বলেন তিনি।
এসময় বিশ^বিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড.নুরুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।