শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
জনগণ আওয়ামী লীগের পক্ষে
#বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা আর নয়: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ #মানুষ হত্যার রাজনীতি করেছে বিএনপি: আফছার খান সাদেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১০:২৭ পিএম

বর্তমানে বিএনপি নামক রাজনৈতিক দলটি সন্ত্রাসী দলে পরিণীত হয়েছে। বিএনপি দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাঁধা। ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন তারা দেখছে, ক্ষমতায় যাবে, তা গুঁড়ে বালি। এটা কখনও সম্ভব না। সঠিক রণনীতি গ্রহণ না করার কারণে রাজনৈতিক দল হিসেবে তাদের চরম মূল্য দিতে হয়েছে।

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৭২তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বহির্বিশ্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠাতা আফছার খান সাদেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, যে বিষয়টি নিয়ে আজকের ভোরের পাতা আলোচনার সূত্রপাত সেটা হচ্ছে রাজনৈতিক মাঠে অস্থিরতার আভাস! এটা নিয়ে আসলে আশ্চর্যের কিছু নেই কারণ বহুদিন ধরে মাঠের বিরোধী দল ক্ষমতার বাহিরে আছে এবং এর বড় একটা দায় কিন্তু তাদের উপর বর্তায় কারণ যখন থেকে তারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন তারপর থেকেই তারা দীর্ঘ সময় ধরে দুটি বিষয় নিয়ে লেগে পড়ে ছিল। একটি হচ্ছে বেগম জিয়া আরেকটি হচ্ছে তারেক জিয়া, এই দুজনের মুক্তির জন্য এবং তাদের দুজনকে ঘিরেই তাদের সকল চিন্তাভাবনা ছিল। জনগণের জীবনকে স্পর্শ করে এইধরনের নিত্যনৈতিক বিষয়গুলোকে বিরোধীদল হিসেবে তারা যোজন-যোজন দূরে ছিল। সকল ধরণের প্রকাশ্য রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ম্যানডেট নিয়ে ক্ষমতায় আসার জন্য। ২০১৪ ও ২০১৮'র নির্বাচনে বিএনপি মূলত দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ছিল। নির্বাচনে অংশগ্রহণ করা তো দূরের কথা নির্বাচনকে প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল তারা ২০১৪তে এবং ২০১৮তে তারা শেষ মুহূর্তে ট্রেনে উঠে বসেছিল। ফলে যা হওয়ার কথা তাই হয়েছে। এইযে সঠিক রণনীতি গ্রহণ না করার কারণে রাজনৈতিক দল হিসেবে তাদের চরম মূল্য দিতে হয়েছে।

আফছার খান সাদেক বলেন, বর্তমানে বিএনপি নামক রাজনৈতিক দলটি সন্ত্রাসী দলে পরিণীত হয়েছে। বিএনপি দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাঁধা। ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন তারা দেখছে, ক্ষমতায় যাবে, তা গুঁড়ে বালি। এটা কখনও সম্ভব না। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা কালীন বিএনপি দেশের জন্য কি করছে? অপপ্রচার আর সহিংসতা ছাড়া দেশের রাজনীতিতে বিএনপির দেওয়ার মতো কিছুই নেই। তাদের এসব কর্মকাণ্ডই প্রমাণ করে যে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। বিএনপির সম্মেলনে ক’জন লোক হয়েছে তা আমরা সবাই দেখেছি। আজকে শুধুমাত্র ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে কত লোকজন হয়েছে তাও সবাই দেখেছে। এখানে আমাদের জননেত্রী শেখ হাসিনা ছিলেন না, তারপরও কত লোক হয়েছে। জনবিচ্ছিন্ন বিএনপি দলটি জনগণের উন্নয়নে রাজনীতি না করে উল্টো জনগণকে বিভ্রান্ত করার রাজনীতি করছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতেও জনবান্ধব ছিল না। বিরোধী দল হিসেবেও দলটির কোনো আদর্শ নেই। বিএনপি আগে থেকেই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত। ক্ষমতার লোভে মানুষ পুড়িয়ে মারতেও দ্বিধা করেনি দলটি।  অতীতেও মানুষ হত্যার রাজনীতি করেছে বিএনপি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com