আ. লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের এজেন্ডায় নেই জাহাঙ্গীর ইস্যু!
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১০:০৫ পিএম আপডেট: ২৭.১০.২০২২ ১০:২২ PM

শুক্রবার ২৮ অক্টোবর বিকাল ৪ টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের এজেন্ডায় নেই গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়টি। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর নানা ভাবে দলীয় পদ ফিরে পাবার তদবিরে এবারও কাজ হচ্ছে না জাহাঙ্গীরের। এমন আভাস দিয়েছেন দলটির হাইকমান্ড।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিতব্য দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় এবার সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠন থেকে শুরু করে মূল দল আওয়ামী লীগের আগামী সম্মেলন কেন্দ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে নিশ্চিত করেছে দলটির কয়েকজন প্রেসিডিয়াম সদস্য।
তারা বলেন, শুক্রবারের ওয়াকিং কমিটির বৈঠকে গাজীপুরের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের বিষয়ে আলোচনা হবে এমন কোনো বিষয় বৈঠকের এজেন্ডাভুক্ত নয়। তারপরও সভানেত্রী অনানুষ্ঠানিক আলোচনায় সেটি আনতে পারেন। তবে তার সম্ভাবনা খুবই ক্ষীণ।
এদিকে, গত বছরের ১৯ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত বছর ফেসবুকে ভাইরাল হওয়া চার মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল নিয়ে আপত্তিকর কথা বলেন মো. জাহাঙ্গীর আলম। হেফাজতের প্রয়াত নেতা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে তার সখ্য ও রাষ্ট্রীয় দুটি সংস্থা নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করেছিলেন মেয়র জাহাঙ্গীর।