প্রকাশ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ৯:২৮ পিএম আপডেট: ১৫.০৩.২০২২ ৯:৩২ PM

আজ আমি লন্ডন এসেছি, তাই বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেতে পারিনি। বাবাকে (পীর হাবিবুর রহমান) বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হলো। চন্দ্রস্মিতা গিয়েছিল ছোট চাচুর (সংসস সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ) সাথে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক চাচার উপস্থিতিতে চন্দ্রস্মিতার হাতে ক্রেস্ট তুলে দিলেন নঈম নিজাম আঙ্কেল, শাবান মাহমুদ আঙ্কেল ও ইমদাদুল হক মিলন আঙ্কেল।
আজ বাংলাদেশ প্রতিদিন এক যুগ পূর্ণ করে দ্বিতীয় যুগে পা রাখলো। বাংলাদেশ, নিউ ইয়র্ক, লন্ডন, বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলাদেশ প্রতিদিন একটা ব্র্যান্ড।
(সাংবাদিক পীর হাবিবুর রহমান পুত্র আহনাফ অন্তরের ফেসবুক থেকে নেয়া)