প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৩:২২ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রীর বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনে এ ব্যাপারে কোনো সুযোগ নেই, সুতরাং তিনি বিদেশ যেতে পারবেন না।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে আমরা একটা মতামত পেয়েছি যেখানে বলা হয়েছে, খালেদাকে বিদেশে পাঠানোর সুযোগ আইনে নাই।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মতামতের কপি পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা বুঝতেই পারছেন। এ বিষয়ে আর কোন মন্তব্য করেনি তিনি।
ভোরের পাতা/কে