প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:২৩ AM

দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৩৮২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৯১ লাখ ৪১ হাজার ৬৯৬ জন।
রবিবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে রবিবার ১০ লাখ ৭৮ হাজার ৬৫৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ২৮ লাখ ২১ হাজার ৯৯৬ স্কুলশিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ১৩ হাজার ৯৫৬ জন।
এদিকে রবিবার শিক্ষার্থীসহ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৯৬০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৬৯৩ জনকে।