শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
'রাজেন্দ্র ইকো রিসোর্ট দখলের পায়তারা করছে সন্ত্রাসী সিণ্ডিকেট'
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৯:১৯ পিএম আপডেট: ২৩.১২.২০২১ ৯:৩২ PM

গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট এন্ড ভিলেজ থেকে উদ্যোক্তাদের উচ্ছেদ করে পুরো সম্পত্তি দখল করার পায়তারা করছে একটি শক্তিশালী সন্ত্রাসী সিণ্ডিকেট বলে অভিযোগ করেন প্রজেক্টটির মালিক ইয়েস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির এমডি অবসরপ্রাপ্ত মেজর কবির আহমেদ মাহমুদি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। 
 
তার দাবি, ২০০৮ সাল থেকে উদ্যোগ নিয়ে গাজীপুরের সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় ৮০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয় প্রকল্পটি। প্রাথমিকভাবে রিসোর্ট গড়ার শর্ত দিয়ে ৪৭টি প্লট বিক্রি করা হয়। যেখানে ১৪টি ভবনও গড়ে তোলে প্রতিষ্ঠানটি। কিন্তু সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ বজলুল করিম, বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহীম ও একাধিক সমবায় প্রতিষ্ঠান দখলকারী ফেরারী আসামি এইস এন এম শফিকুর রহমান নেতৃত্বে ৩/৪ জন প্লট মালিক সন্ত্রাসীদের সহায়তায় পুরো প্রকল্পটিই এখন দখলে নেয়ার পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ নভেম্বর দুপুরে সন্ত্রাসীরা ইয়েস মাল্টিপারপাসের অফিসে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদেরও মারাত্বকভাবে আহত করে মালিকপক্ষকে উচ্ছেদ করে। বিষয়টি নিয়ে থানায় গিয়েও সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে পারেনি তারা। এমনকি স্থানীয় জেলা প্রশাসকের দ্বারস্ত হয়েও প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিনিয়োগের নিশ্চয়তা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন একজন নারী উদ্যোক্তা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইয়েস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি এস এ মাহমুদী সাব্বির, সদস্য ও প্লট মালিক নিলুফা ইয়াসমিন মুক্তি, আবুল খায়ের, মুজিবুল হক প্রমুখ।  

সংবাদ সম্মেলনে আহমেদ মাহমুদি লিখিত বক্তব্যে বলেন- গাজীপুরের সবুজ ঘেরা প্রকৃতিতে গড়ে ওঠায় এক উত্তপ্ত আগ্নেয়গিরির নাম রাজেন্দ্র ইকো রিসোর্ট এন্ড ভিলেজ। কতিপয় প্লট মালিকের লোভ লালসার লেলিহান রুপা সেখানে দগদগে ঘায়ের মতো ফুটে উঠেছে। বিগত প্রায় ছয় বছর যাবত কতিপয় প্রভাবশালী প্লট মালিক কর্তৃক চুক্তি বহির্ভূত দখলদারিত্ব লিপ্সায় কোণঠাসা হয়ে পড়েছে উদ্যোক্তা প্রতিষ্ঠান ইয়েস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সকল উদ্যোগ। সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছেন রিসোর্টের নিরীহ ও সাধারণ কর্মচারীরা। 

তিনি আরও বলেন- কতিপয় প্লট মালিক নির্মাণ ব্যয়, পরিচালনা ব্যয়, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং সার্ভিস চার্জ পরিশোধ করে ইয়েস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড অর্থায়নে রাজেন্দ্র ইকো রিসোর্ট এন্ড ভিলেজ -এর কাজ মোটামুটি ভাবে সম্পন্ন করে যা ভ্রমণপিপাসু মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে। রিসোর্টের পরিকল্পনা ডিজাইন ও নিরিবিলি সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ রিসোর্টের বেড়াতে আসা মানুষের মন কেড়ে নেয়। অক্লান্ত পরিশ্রম, মেধা ও সমিতির নিজস্ব তহবিল বিনিয়োগের ইয়েস মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড যে স্বপ্নকে বাস্তবে পরিণত করলো, সেই স্বপ্নকে তছনছ করতে সক্রিয় হয়ে উঠেছে কতিপয় প্লট মালিক। তারা নিজস্ব বিল্ডিংয়ের নির্মাণ বকেয়া পরিশোধ না করে এবং সার্ভিস চার্জ প্রদান না করে রিসোর্টের মুনাফার অংশীদারত্ব চান। রিসোর্টটি কিভাবে কুক্ষীগত করা যার- তারা তার নীল নকশা তৈরি করেছে। তাদের কার্যক্রম দেখে মনে হয় জোর যার মুল্লুক তার। ২০১৬ সালে থেকে এই জোরজবরদস্তি শুরু করে। বিশেষ করে ইয়েস কো- অপারেটিভের কর্মীদের মারপিট, জোরপূর্বক কটেজের চাবি ছিনিয়ে নেয়া, চাঁদাদাবি, পোষা গুন্ডা ও সন্ত্রাস বাহিনী দিয়ে রিসোর্টে হামলা চালায়। বিষয়টি নিয়ে নিকটস্থ জয়দেবপুর থানায় বার বার মামলা করতে গেলেও কর্তৃপক্ষ মামলা গ্রহণে রাজি হয়নি। এমন অবস্থায় ইয়েস মাল্টিপারপাস কো- অপারেটিভের পক্ষে থেকে গত ২ ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। অথচ ৪ ডিসেম্বর বি করিম গং জনৈক আক্তার হোসেনকে বাদী বানিয়ে ইয়েস কো অপারেটিভের সভাপতি সাব্বির আহমেদ মাহমুদীসহ ১০ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে জয়দেবপুর থানাতেই একটি ভিত্তিহীন মামলা দায়ের করেন।
 
আহমেদ মাহমুদি লিখিত বক্তব্যে আরও বলেন- কতিপয় অসাধু প্লট মালিকরা প্রভাব খাটিয়ে ও প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী বাহিনী এখন ইয়েস কো অপারেটিভের নিজস্ব স্থানে অবস্থান করেছে। সমিতির পক্ষ থেকে এই চক্রের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সবসময়ই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশের কাছে আমরা বারবার আবেদন জানিয়েছি। তারা কাগজে পত্রে আমাদের পক্ষেই রায় দিয়েছেন, সঙ্কট নিরসনে নির্দেশনা দিয়েছেন, সুপারিশ করেছেন। গত ১৮ ফেব্রুয়ারি তারিখে জেলা প্রশাসনের এডিসি (সার্বিক) রিসোর্ট প্রাঙ্গণে প্লট মালিক এবং ইয়েস কো-অপারেটিভ কর্তৃপক্ষের সঙ্গে এক শুনানি অনুষ্ঠান করেন। উভয় পক্ষের বক্তব্য ও নথি পর্যবেক্ষণ করে জেলা প্রশাসনের সুপারিশ অনুযায়ী উক্ত প্লট মালিকেরা সম্মত হয়। 

তিনি আরও বলেন- ইয়েস কো-অপারেটিভের দুই উদ্যোক্তাসহ কর্মকর্তা-কর্মচারী, ঘনিষ্ঠ স্বজন, শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে হয়রানিতে ফেলা হচ্ছে। তারা পুলিশ প্রশাসন ব্যবহার করে হয়রানি, জেলে পুরছেন, জানে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। তাদের মিথ্যা প্রচারণা, পেশী শক্তি, কূট কৌশলে ইয়েস কো-অপারেটিভের সম্পত্তি দখলের খেলায় মেতে উঠেছে।  



ভোরের পাতা/কে 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com