শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিওএ'র নতুন সভাপতি সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৬:৪০ পিএম

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) আগামী চার বছরের জন্য নতুন কমিটি এসেছে। নতুন সভাপতি সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এছাড়া টানা তৃতীয়বারের মতো মহাসচিব নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহেদ রেজা।

নির্বাচনি তফসিল অনুযায়ী গত ৯ ডিসেম্বর শাহেদ রেজার নেতৃত্বে একটি প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। ১৭ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কেউ প্রত্যাহার না করায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে আগামী ২২ ডিসেম্বর আর নির্বাচনের প্রয়োজন পড়ছে না।

বিওএ’র নতুন কমিটি নিয়ে মহাসচিব শাহেদ রেজা বেশ আশাবাদী। তিনি বলেন, ‘এবারের কমিটি ভালো হয়েছে। কিছু অদল-বদল হয়েছে। নতুন মানুষ এসেছেন। এটাই তো নিয়ম। সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে দুই নতুন মুখ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ প্রথমবার নির্বাহী কমিটিতে জায়গা করে নিয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়ে এই প্রথিতযশা ক্রীড়া সংগঠক বলেছেন, ‘খুব ভালো লাগছে। এখানে কাজ করার বড় ক্ষেত্র আছে। আশা করছি, ক্রীড়া উন্নয়নে আমরা সবাই মিলে ভূমিকা রাখতে পারবো। বিভিন্ন গেমসে পদক সংখ্যা যেন বাড়ে, সেজন্য নির্দিষ্ট ফেডারেশন ধরে কাজ করতে হবে।’

আরেক নতুন সহ-সভাপতি হলেন আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম। এছাড়া আগেরবারের তিন সহ-সভাপতি- শেখ বশির আহমেদ, অঞ্জন চৌধুরী ও মাহবুব আরা গিনি এবারও নির্বাচিত হয়েছেন।

উপ-মহাসচিব পদে একটি পরিবর্তন এসেছে। শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ প্রথমবারের মতো কমিটিতে জায়গা করে নিয়েছেন। এছাড়া আগের দুজন আশিকুর রহমান মিকু ও নজিব আহমেদও আছেন।

টানা তৃতীয়বার নির্বাচিত হয়ে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আনন্দিত, ‘এবার নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হলাম। আমি আসলে খুশি। আমাদের লক্ষ্য হলো ক্রীড়াক্ষেত্রে ভালো ফল বয়ে আনা। দেশ ও দেশের বাইরে লাল-সবুজ পতাকা ওড়াবো। সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।’

কোষাধ্যক্ষ পদে নতুন মুখ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমা. (অব:) একে সরকার।

এছাড়া সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিরা। তারা হলেন, আসাদুজ্জামান কোহিনূর, এম বি সাইফ, মোহাম্মদ আলী দ্বীন, তাবিউর রহমান, জাকি আহাম্মেদ রিপন, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, খন্দকার হাসান মুনীর, আমির হোসেন বাহার, মাহমুদুল হাসান রানা, মহিউদ্দিন আহমেদ মহি, মাজহারুল ইসলাম, আব্দুল গাফফার, লে. কর্নেল মো. নজরুল ইসলাম, কামরুন্নাহার হীরু, এস এম নেওয়াজ সোহাগ, হাবিবুর রহমান, সিরাজ উদ্দিন মো. আলমগীর, এস এম মোর্তজা রশিদী দারা, শামীম মতিন চৌধুরী, প্রকৌশলী ফিরোজা করিম নেলী, মোশারফ হোসেন মোল্লা ও শাহ আলম সর্দার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com