২২-২৩ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৩:২৬ পিএম
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের জেলাগুলোতে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে দলটি।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।
মির্জা ফখরুল বলেন, সারাদেশে বিক্ষোভের জন্য দলের কয়েকটি টিম গঠন করা হয়েছে। এর সদস্যরা সকল জেলায় ২২ ডিসেম্বর থেকে সমাবেশে অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।