বিকেলে দেশে ফিরছেন ডা. মুরাদ
প্রকাশ: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৩:৫৮ পিএম

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডার পর সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে চেয়েও ব্যর্থ হয়েছেন। এবার তিনি দুবাই থেকে ঢাকায় ফিরছেন।
রোববার (১২ ডিসেম্বর) বিকেলে তার দেশে ফেরার কথা রয়েছে। ইতোমধ্যে তার ফ্লাইটটি ঢাকার পথে উড্ডয়ন করেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
জানা গেছে, কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর আরব আমিরাতের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন মুরাদ হাসান। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়। তাই রোববার বিকেলে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মুরাদ হাসানের মন্তব্যের পর সমালোচনার মধ্যেই চিত্রনায়িকা মহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়। এরপর গত সোমবার রাতে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মঙ্গলবার তিনি পদত্যাগপত্র পাঠান।