শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
র‌্যাব আইন অনুযায়ী কাজ করে: ডিজি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ২:৩০ পিএম

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, র‌্যাবের মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই। র‌্যাব আইন অনুযায়ী কাজ করে। 

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে বরগুনা পাথরঘাটা এলাকার লঞ্চঘাটের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

র‌্যাব প্রধান বলেন, র‌্যাব কখনোই মানবাধিকার লঙ্ঘনের কাজ করেনি। সংস্থাটি সবসময় আইন এবং বিধিবদ্ধভাবে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। কোনো অপরাধী অপরাধ করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনার পাশাপাশি অনেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়েছে।  আর যে মানবাধিকারের কথা বলা হচ্ছে তা কিভাবে সংঘটিত হয়েছে তা আমার জানা নেই।  তবে এতটুকুই বলবো কে, কি কারণে এবং কোন উদ্দেশ্যে  নিষেধাজ্ঞা দিয়েছে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদ, মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ৬ কর্মকর্তার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বিশেষ করে সুন্দরবন জলদস্যু ও বনদস্যু মুক্ত করা হয়েছে।  এই সময় তিনশ’র বেশি জলদস্যু যারা জলে দীর্ঘদিন অপরাধ করে আসছে তারা সরকারের আহ্বানে সাড়া দিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে।  তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেজন্য বাসাবাড়ি, দোকানপাট, গরু নৌকা,  জাল ও নগদ টাকা দেওয়া হয়েছে।  মনে রাখতে হবে, এরপরও যারা স্বাভাবিক জীবনে আসতে পারেননি বা আসার আগ্রহ নেই, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com