শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বব্যাপী ফের করোনার তাণ্ডব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ১০:৪০ AM

বিশ্বের অধিকাংশ দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার সংক্রমণ কিছুটা কমেছিল। মাঝে তা আবার লাগামহীন হয়ে পড়ে। গত কয়েকদিন করোনার তাণ্ডব নিম্নমুখী থাকার পর আজ আবার মৃত্যুর হার কিছুটা বেড়েছে।

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন চার লাখ ৭৩ হাজার ৬৪২ জন। আর সুস্থ হয়েছেন তিন লাখ ৪২ হাজার ৫২৩ জন। এর আগের দিন (৬ ডিসেম্বর) চার হাজার আটজনের মৃত্যু ও চার লাখ ২২ হাজার ৪২১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৭৭ হাজার ৩৪৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে ২৬ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৪৬৯ জন। এছাড়া সুস্থ হয়েছে ২৪ কোটি ২ লাখ ১৮ হাজার ৫০৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছে ৫ কোটি ৫৮ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৯ হাজার ৫৬৮ জন। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৪৬৭ জন।

ভারতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৮৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৫৩৭ জনের। আর সুস্থ হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৬০৮ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৭৮৯ জনের। মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪৭৪ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইরান, আর্জেন্টিনা, স্পেন ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার পাঁচজন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন।



ভোরের পাতা/কে 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com