প্রকাশ: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৪:৪৭ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে রেকর্ড ৩৭২ রানে জিতেছে ভারত। এই জয়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে বিরাট কোহলির দল। অন্যদিকে ভারতকে জায়গা করে দিয়ে এক ধাপ নিচে নেমে গেছে নিউজিল্যান্ড। নিজেদের আগের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
ভারতের রেটিং পয়েন্ট ১২৪। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১২১। জিম্বাবুয়ে সফরে সিরিজ জেতা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৪৯, আছে নয় নম্বরে। শীর্ষ দশের শেষ দল জিম্বাবুয়ের পয়েন্ট ৩১।
সবশেষ আপডেটকৃত র্যাংকিংয়ের তিনে অস্ট্রেলিয়া (১০৮), চারে ইংল্যান্ড (১০৭)। আর কোনো দলের রেটিং পয়েন্ট ১০০ এর বেশি নয়। পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯২।
দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে ৮৮, ৮৩ ও ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে আছে।