শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি লাফিয়ে বাড়ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১:২৫ AM আপডেট: ৩০.১১.২০২১ ১:২৭ PM

দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ অনেকটাই লাফিয়ে বাড়ছে। করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে দেশটিতে চলতি সপ্তাহে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সোমবার শীর্ষস্থানীয় এক ভাইরাসবিদ সতর্ক করেছেন।

এনবিসি নিউজ জানায়, দক্ষিণ আফ্রিকার যে প্রদেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে, সেখানে কোভিডে আক্রান্ত লোকজনের হাসপাতালে ভর্তির হার দ্রুত বাড়ছে।

দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট ফর কমিউনিক্যাবল ডিজিজ (এনআইসিডি) এর তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুর তুলনায় দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি ৬৩ শতাংশ বেড়েছে।

সবচেয়ে বেশি বেড়েছে গাওটেঙ প্রদেশে। এর প্রদেশেই দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহান্সবার্গ অবস্থিত। সেখানে চলতি মাসের শুরুর তুলনায় কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার ৪০০ শতাংশ বেড়েছে।

ব্রিটেনের ডেইলি মেইল অনলাইন জানায়, গাওটেঙ প্রদেশে চলতি সপ্তাহে ৫৮০ জন করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই সপ্তাহ আগে এ সংখ্যা ছিল ১৩৫।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য পর্যবেক্ষকদের বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার ২ হাজার ৮০০-এর বেশি লোকের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়, যা আগের সপ্তাহে গড়ে ছিল ৫০০। এর আগের সপ্তাহে দেশটিতে গড়ে ২৭৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞাপ্তিতে ড. সেলিম আবদুল করিম বলেন, ‘আমরা সংক্রমণ তীব্র হওয়ার আশংকা করছি। সপ্তাহান্তে দৈনিক সংক্রমণ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।’

এ পরিস্থিতির মধ্যে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরাও তীব্র সংক্রামক করোনার নতুন ধরনের ঘোষণা দিয়েছেন। তবে স্বাস্থ্যমন্ত্রী জো ফালা বলেছেন, একেবারেই আতংকিত হওয়ার কিছু নেই।

গত ডিসেম্বরের বেটা ধরনের উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আগেও এ ধরনের সংক্রমণ দেখেছি।’ প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ২৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৯ হাজার ৭৯৭ জন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com