প্রকাশ: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৪ পিএম আপডেট: ২৩.১১.২০২১ ১২:১৪ PM

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ১০০ গ্রামের স্বর্ণ উদ্ধার করা হয়েছে যার দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দায়িত্বশীল এক গোয়েন্দা সংস্থার তথ্যে এ অভিযান চালায় কাস্টমস।
জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মো. সোহেল দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসেন। তার বিষয়ে গোপন তথ্য থাকায় মালামাল তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার কাছ থেকে জব্দ করা হয় প্রায় ৪ কেজি ওজনের স্বর্ণ।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে কাস্টম কর্তৃপক্ষ।
এর আগে গত ৯ অক্টোবর ৮০ পিস স্বর্ণের বারসহ বেলাল নামে শাহ আমানত বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছিল।
ভোরের পাতা/অ