প্রকাশ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৯:৪৫ পিএম

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় সেমিফাইনালে ১৭৭ রানের টার্গেট দিল পাকিস্তান। দুবাইয়ে টস হেরে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ৪ উইকেটে ১৭৬ রান তোলে। শেষের ঝড়ে পাকিস্তান বিশাল সংগ্রহ পেয়েছে। ১০ ওভারে তাদের রান ছিল ৭১। শেষ ১০ ওভারে তুলেছে ১০৫ রান।
প্রথমেই মাঠে নামেন বাবর ও রিজওয়ান। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন ৭১ রান। বাবর ফেরেন ৩৯ রানে।
এরপর বাইশ গজে ঝড় তোলেন রিজওয়ান। ৪১ বলে টুর্নামেন্টের চলতি আসরে ব্যক্তিগত তৃতীয় অর্ধশতক পূরণের পর আরো আক্রমণাতম হয়ে ওঠেন তিনি। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়ে মিচেল স্টার্কের বলে সাজঘরে ফেরেন তিনি। এর আগে খেলেন ৫২ বলে ৬৭ রানের ইনিংস।
চারে নামা আসিফ আলী এদিন ব্যাট হাতে সাফল্যের মুখ দেখেননি। মুখোমুখি প্রথম বলে রানের খাতা খোলার আগেই আউট হন তিনি। শোয়েব মালিকও ফেরেন ১ রানে। শেষ দিকে ফখর জামানের অপরাজিত ৫৫ রানের ক্যামিও ইনিংসে পাকিস্তানের বড় সংগ্রহ নিশ্চিত হয়।
অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক দুটি এবং অ্যাডাম জাম্পা ও প্যাট কামিন্স একটি করে উইকেট শিকার করেন।
ভোরের পাতা/অ