প্রকাশ: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ১১:১১ পিএম

১৯৮১ সালে তিনি দেশে ফিরলেন, দেখলেন এবং জয় করলেন। তখনই কিন্তু যখন বাংলাদেশকে পুনরায় উন্নয়নের ট্রাকে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলেন সেসময় থেকেই তিনি কিন্তু বৈশ্বিক ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের দারিদ্র্যপীড়িত এবং বিভিন্নভাবে বাংলাদেশকে যেভাবে পূর্বে চিত্রায়িত করা হতো সেই প্রেক্ষাপট থেকে বাংলাদেশের বর্তমান যে রূপ এনে দিয়েছেন সেটা আজ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫১৭তম পর্বে সোমবার (৮ নভেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, ব্যারিস্টার, লিংকনস ইন লন্ডন (পাবলিক একসেস) ১২ ওল্ড স্কয়ার চেম্বার, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী হাফিজুর রহমান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহকারী পরিচালক ও কবি স্নিগ্ধা বাউল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
স্নিগ্ধা বাউল বলেন, আজকে সংলাপের শিরোনাম বিশ্বময় শেখ হাসিনার নেতৃত্ব। এটাকে আসলে দুইভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে বিশ্বময় তার বিচরন আরেকটি হচ্ছে তার নেতৃত্ব। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মের পর থেকেই জা পারিবারিক আবহের মধ্যে বড় হয়েছেন সেখানে এক পাহাড়সম নেতৃত্ব ও কঠিন জীবন সংগ্রামকে একেবারেই তিনি চাক্ষুসভাবে প্রত্যক্ষ করেছেন। সেটা তার মধ্যে একটি ভাবনা তৈরি করেছেন। শেখ হাসিনা বর্তমানে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন রাষ্ট্রনায়ক। একজন শেখ হাসিনাকে ঘিরেই দেশের কোটি কোটি মানুষ এখনো স্বপ্ন দেখে; কারণ তিনি তাদের একটি পরিচয় দিয়েছেন। পিতার মতো শেখ হাসিনার পদচিহ্নও এই দেশে হাজার বছর থাকবে এটাই আমরা বিশ্বাস করি। মহামারি করোনা ভাইরাসের কারণে যখন সাড়া বিশ্বব্যাপী যে উদ্বেগ-উৎকণ্ঠা, জীবন-জীবিকার অনিশ্চিত যাত্রায় সংকটময় পরিস্থিতি তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে থেকে প্রশংসনীয় সফল ও দৃঢ়চেতা নেতৃত্ব দিয়েছেন। করোনা পরিস্থিতিতে মানুষের জীবন-জীবিকার চাকা সচল রাখতে একের পর এক সাহসী পদক্ষেপ নিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার অসীম সাহসিকতায় বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ যেভাবে উল্টো পথে হাঁটছিল, তার সম্পূর্ণ বিপরীতে তিনি দেশকে টেনে নিচ্ছেন। সাম্প্রতিক সময়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব যেভাবে বিশ্বে প্রশংসিত হচ্ছে সেখানে আমাদের এই প্রজন্ম তাকে একজন আলোকবর্তিকা হিসেবে দেখছি কারণ আমারা জানি আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি দেশের কঠিন থেকে কঠিনতোর সময়ে এমন সব সিদ্ধান্ত নিবেন যা আমাদের জন্য অবশ্যই মঙ্গলকর হবে।