রবিবার ৭ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ওয়েস্ট ইন্ডিজের হারে বাংলাদেশের জন্য সুখবর!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৯:০৭ পিএম

ব্যর্থতার গ্লানি নিয়ে বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পরপরই দারুণ এক সুখবর পেল বাংলাদেশ। 

শনিবার (০৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল হারায় পরের বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো প্রাথমিক পর্ব এড়াল মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৬ থেকে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় ৯ নম্বরে নেমে গিয়েছিল টাইগাররা। তবে অজিদের কাছে ওয়েস্ট ইন্ডিজ হারায় র‌্যাঙ্কিংয়ের ৮ এ উঠে এসেছে তারা।

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাঝে সময় বাকি মোটে এক বছর। দল বাছাইয়ের জন্য যথেষ্ট সময় না থাকায় কদিন আগে নতুন নিয়ম জানায় আইসিসি। 

সেখানে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, এবারের আসরের ফাইনালের দুই দল ও ১৫ নভেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার টুয়েলভের অন্য ৬ দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে।

সেই নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। 

সমান সমান পয়েন্ট নিয়ে ভগ্নাংশের ব্যবধানে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার কাছে হারায় ২৩৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৮। তাতে প্রথমবারের মতো প্রাথমিক পর্ব খেলতে হবে ক্যারিবিয়ানদের।

উল্লেখ্য, সুপার টুয়েলভে সরাসরি খেলার সুযোগ পাওয়া টিমের তালিকায় রয়েছে- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।



ভোরের পাতা/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   টি-টোয়েন্টি বিশ্বকাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com