প্রকাশ: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৬:২৭ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সাত ক্রিকেটারসহ ১২ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমান ৫টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সবমিলিয়ে ব্যর্থতার ঝুলি নিয়ে দেশে ফিরছেন টাইগাররা।
দুই ভাগে বিভক্ত হয়ে দেশে ফিরছেন ১০ জন ক্রিকেটার। এ ছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ ছুটি কাটাতে দুবাই রয়ে গেছেন।
এছাড়াও দেশে ফিরছেন না রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফরাও। তারাও ছুটি কাটিয়ে একই সঙ্গে ১১ নভেম্বর ফিরবেন।
এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় এমিরেটস এয়ারলাইন্সে চড়ে দুবাই থেকে দেশের উদ্দেশে রওয়ানা দেন তারা।
ভোরের পাতা/কে