শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
টিকে থাকার লড়াই কিউইদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৭:৩২ পিএম আপডেট: ০৪.১১.২০২১ ৭:৫৭ PM

চলতি  টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে আছে নিউজিল্যান্ড। সেমির পথে আরো এক ধাপ এগিয়ে যাবার লক্ষ্যে আগামীকাল নামিবিয়ার বিপক্ষে খেলতে নামছে কিউইরা।

শেষ চার নিশ্চিতে সুপার টুয়েলভে গ্রুপ-২ এ নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না নিউজিল্যান্ড। অন্য দিকে সুপার টুয়েলভে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জিতলেও বড় দলগুলোর বিপক্ষে এখনও আপসেট ঘটাতে পারেনি প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে নামা নামিবিয়া। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে মরিয়া তারা।

শারজাহতে শুক্রবার (০৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে নিউজিল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার ম্যাচটি।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে তারা। আর গতকাল তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি কিউইদের।

স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক ওপেনার মার্টিন গাপটিল। তবে ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করায় আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন গাপটিল। নিজের সেঞ্চুরির চেয়ে দলের জয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন গাপটিল। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের জয় বেশি গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই জিততে হবে আমাদের। নামিবিয়ার বিপক্ষেও জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে জিতলে অনায়াসে সেমিতে খেলবে তারা।

বাছাই পর্বে চমক দেখিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে সুযোগ করে নিয়ে ইাতহাস গড়ে নামিবিয়া। প্রথমবারের মত টি-২০ বিশ্বকাপে খেলতে নেমেই দ্বিতীয় রাউন্ডে পা রাখে।

সুপার টুয়েলভেও নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারায় নামিবিয়া। কিন্তু পরের দুই ম্যাচে শক্তিশালী আফগানিস্তান ও পাকিস্তানের কাছে হেরে যায় তারা। তবে এখনও বড় কোন দলের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি নামিবিয়া।

নিউজিল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে চান নামিবিয়ার অধিনায়ক জেরার্ড ইরাসমাস। তিনি বলেন, ‘বড় দলগুলোকে এখনো হারাতে পারিনি আমরা। সেটি পারলে, আমাদের লক্ষ্য পুরোপুরি পূর্ণ হবে। নিউজিল্যান্ডকে হারানো সহজ নয়। তবে আমাদের ভালো হবে এবং প্রতিপক্ষের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে হবে।’

টি-২০ তে কখনও নিউজিল্যান্ডের মুখোমুখি হয় নামিবিয়া।

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, এডাম মিলনে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

নামিবিয়া দল: জেরার্ড ইরাসমাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বিরকেস্টোক, মিচাও ডুপেরেজ, জন ফ্র্যাইলিঙ্ক, জানে গ্রিন, নিকোল লফি এটন, বার্নার্ডো স্কল, বেন সিকাঙ্গো, জেজে স্মিথ, রুবেন ট্রাম পেলমান, মিচেল ভ্যান লিনগেন, ডেভিড ওয়াইস, ক্রেইগ উইলিয়ামস এবং পিক্কি ইয়া ফ্রান্স।



ভোরের পাতা/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  টি-টোয়েন্টি   বিশ্বকাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com