শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নাঈম-সৌম্য-মুশফিককে হারিয়ে চাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৪:৩৭ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ দল। উদ্বোধনীতে ২২ রানের জুটি গড়েন মোহাম্মদ নাঈম ও লিটন দস। এরপর মাত্র ৫ বলের ব্যবধানে ২ রানে ৩ উইকেট হারায় টাইগাররা। 

বিশ্বকাপের সুপার টুয়েলভের হারের বৃত্ত থেকে বেরোবার শপথ নিয়ে এবার বিশ্বকাপে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুবার কাছাকাছি চলে এলেও অধরা সেই জয়ের দেখা পাননি মাহমুদুল্লাহরা। তাতে সেমিফাইনালের সুযোগটা শেষ হয়ে গেছে কার্যত। 

তবে সেটা হলেও বাংলাদেশের অন্তত একটা জয়ের সুযোগ এখনো রয়েই গেছে। সেই লক্ষ্যেই আজ নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় দল। আজ আবুধাবিতে টসে হারেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দক্ষিণ আফ্রিকা সিদ্ধান্ত নেয় ফিল্ডিংয়ের।

তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদার বলে লিটন দাস দারুণ এক কাভার ড্রাইভে চার হাঁকিয়ে শুভ সূচনার ইঙ্গিত দিলেও সেটা টেকেনি বেশিক্ষণ। 

ম্যাচের চতুর্থ ওভারে সেই রাবাদাই পরে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন। নাঈম শেখ রাবাদার দ্বিতীয় ওভারের পঞ্চম বলে শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ দিয়ে ১১ বলে ৯ রান করে ফেরেন। এর ঠিক পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন সৌম্য সরকার।

এক ওভার পর রাবাদা তার ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসেও বাংলাদেশ ইনিংসে আঘাত হানার রীতিটা ধরে রেখেছেন। যদিও তাতে মুশফিকুর রহিমের দায়টাই বেশি। রাবাদার অফস্টাম্পের অনেক বাইরে দিয়ে করা বলে ব্যাট চাইলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তাতে পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, রিশি ভেন ডার ডুসেন, এইডেন মার্কওরাম , ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে ও তাবরিজ শামসি।



ভোরের পাতা/কে 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com