শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাংলাদেশ পেসারের বদলে স্পিনার নিল, উল্টোটা করল শ্রীলঙ্কা!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ৪:২৭ পিএম আপডেট: ২৪.১০.২০২১ ৪:৩৪ PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে লড়ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

প্রথম চার ওভারে দলের চার পেসারকে ব্যবহার করেছে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙতে করতে পারেনি তারা। রানের গতি খুব বেশি না হলেও বাংলাদেশকে স্বস্তির শুরু এনে দিয়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও লিটন দাস।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি এটিই। প্রথম পর্বের তিন ম্যাচে শুরুর জুটির সর্বোচ্চ রান ছিল ১১।

স্পিনারের জায়গায় পেসার

মাহিশ থিকশানাকে নিয়ে যে শঙ্কা ছিল শ্রীলঙ্কার, সেটিই সত্যি হলো। সাইড স্ট্রেইনের কারণে খেলতে পারছেন না আগের তিন ম্যাচে দুর্দান্ত বোলিং করা এই রহস্য স্পিনার। তার জায়গায় শ্রীলঙ্কার পছন্দ বেশ কৌতূহল জাগানিয়া। বাংলাদেশ পেসার কমিয়ে স্পিনার বাড়ালেও শ্রীলঙ্কা স্পিনারের বদলে একাদশে এনেছে বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দোকে। এখনও পর্যন্ত ৪ টি-টোয়েন্টি খেলে বিনুরার উইকেট ৫টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে শুরুটা ভালো না হলেও শেষটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। এবার সে মন্ত্রে উজ্জীবিত হয়েই বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে চায় টিম টাইগার। লঙ্কানদের শক্ত প্রতিপক্ষ মানলেও ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থা রাখছেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ব্যাট হাতে মুশি-সোহান-লিটনের ফর্ম ভাবালেও এখনই বিশ্বাস হারাতে চান না দক্ষিণ আফ্রিকান এই কোচ। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে কোনো সুযোগ দিতে নারাজ লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। নিজেদের পরিষ্কার ফেভারিটও মানছেন তিনি। 

অন্যদিকে, বাংলাদেশের লেগস্পিন-গুগলিতে দুর্বলতার কথা জানতে বাকি নেই প্রতিপক্ষ শ্রীলঙ্কারও। আর তাই সুপার টুয়েলভের প্রথম লড়াইয়ে তাদের তুরুপের তাস লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

উইকেটে স্পিন ধরবে বিধায় বাংলাদেশ একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার নিয়েছে একাদশে। তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। টাইগার একাদশে এই একটাই পরিবর্তন। 

ঠিক উল্টোটা ঘটেছে শ্রীলঙ্কার একাদশে। রহস্য স্পিনার খ্যাত মহীশ থিকসানা চোট পাওয়ায় তার জায়গা এসেছেন পেসার বিনুরা ফার্নান্ডো।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চরিত আসালাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষে, দাশুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো।



ভোরের পাতা/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ক্রিকেট   টি-টোয়েন্টি   বিশ্বকাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com