প্রকাশ: শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৬:৩৬ পিএম
জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ ভ্যাকসিন কাতার এয়ারওয়েজের একটি বিমান যোগে এসব টিকা দেশে পৌঁছেছে।
শনিবার (২ অক্টোবর) বিকেলে টিকাগুলো নিয়ে ফ্লাইটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে পৌঁছেছে।
জানা যায়, ভ্যাক্সিন গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভ্যক্সিন গ্রহণ শেষে মিডিয়া ব্রিফ করেন তারা।
ভোরের পাতা/কে