প্রকাশ: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৭ পিএম

‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টারস দাবা’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার সংকল্প গুপ্ত। ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছেন এই দাবাড়ু। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হয়েছেন পঞ্চম।
সাড়ে ৬ পয়েন্ট করে অর্জন করেছেন পাঁচ খেলোয়াড়। এর মধ্যে টাইব্রেকিং পদ্ধতিতে ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ হয়েছেন রানার-আপ। স্বাগতিকদের মধ্যে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়া পঞ্চম ও দেশের আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হয়েছেন ১৬তম। এছাড়া ফিদে মাস্টার নাসির আহমেদ ২২তম, দেবরাজ চ্যাটার্জি ২৫তম, আবু সুফিয়ান শাকিল ২৬তম, তৈয়বুর রহমান ২৭তম, শফিক আহমেদ ৩০তম ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৩১তম স্থান পেয়েছেন।
সোমবার রাতে প্রতিযোগিতা শেষে স্থানীয় একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা ছিলেন।
বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত ৯ দিনের এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।