শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
লিটন-রিয়াদে লড়াইয়ের আভাস বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জুলাই, ২০২১, ৬:৪৩ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দেড়শ রানের আগেই ছয় উইকেট হারিয়েছে টাইগাররা। তবে লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে লড়াই করার আভাস দিয়েছে মুমিনুল হকের দল। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান। 

চা বিরতিতে যাওয়ার আগে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন ও রিয়াদ। লিটন ২৬ ও রিয়াদ ১৪ রানে অপরাজিত আছেন। 

এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এ ম্যাচে একাদশে নেই তামিম ইকবাল। তার জায়গায় দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সাইফ হাসান ও সাদমান ইসলাম।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই মুজারাবানির বলে বোল্ড হন সাইফ। একই বোলারের বলে চতুর্থ স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি করেন মাত্র ২ রান। 

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে অধিনায়ক মুমিনুল ও সাদমান মিলে বিপর্যয় সামাল দিয়ে গড়েন ৬০ রানের জুটি। লাঞ্চের ১৭ বল বাকি থাকতে অভিষিক্ত গারাভার বলে স্লিপে টেইলরের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদমান। আউট হওয়ার আগে তিনি করেন ২৩ রান। 

এরপর দলের হাল ধরেন মুমিনুল ও মুশফিক। দুজনের ব্যাটে দলীয় শতক পার করে বাংলাদেশ। এর মাঝে একপ্রান্ত আগলে ফিফটি পূরণ করেন মুমিনুল। মুজারাবানির বলে চার হাঁকিয়ে ফিফটি পূরণ করেন তিনি।

এটি মুমিনুলের ক্যারিয়ারের চতুর্দশ টেস্ট ফিফটি। তার মাইলফলক ছোঁয়ার কিছু পরেই মুজারাবানির তৃতীয় শিকারে পরিণত হন মুশফিক। লেগ বিফোরের ফাঁদে পড়ে ১১ রানের বেশি করতে পারেননি তিনি।

বেশ লম্বা সময়ের বিরতি শেষে টেস্টে ফেরা সাকিব টিকতে পেরেছেন মাত্র ৫ বল। ইয়াউচির বলে চাকাভার ক্যাচে পরিণত হন তিনি। করেন মাত্র ৩ রান। এরপর দলীয় ১৩২ ও ব্যক্তিগত ৭০ রানে ইয়াউচির বলে সাজঘরে ফেরেন মুমিনুলও। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com