প্রকাশ: সোমবার, ১৪ জুন, ২০২১, ১১:৪২ পিএম

রাজধানীর হাতিরঝিলের মালিবাগ এলাকায় দুই বাসের প্রতিযোগিতায় ধাক্কাধাক্কিতে বাসের ভেতরের সিটে বসে থাকা মেহেদী হাসান (১৯) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (১৪ জুন) বিকেলে পুরাতন পদ্মা সিনেমা হলের সামনে তুরাগ ও আকাশ পরিবহনের দুটি যাত্রীবাহী মিনিবাসের প্রতিযোগিতায় নিহত হন মেহেদী।
হাতিরঝিল থানার এসআই মো. শাহজাহান বলেন, সন্ধ্যা ৭টার পর উত্তরার দিকে যাচ্ছিল তুরাগ ও আকাশ পরিবহন নামের দুটি বাস। পদ্মা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকা তুরাগ পরিবহনের বাসটিকে দ্রুত গতিতে পাশ কাটিয়ে যেতে চেষ্টা করে আকাশ পরিবহন। সেই সময় তুরাগ পরিবহনের বাসের পেছনে সজোরে ধাক্কা দেয় আকাশ পরিবহনের বাস। এতে তুরাগের পেছনের আসনে বসে থাকা যাত্রী মেহেদি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
ভোরের পাতা/কে