প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩২ AM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান বীন হাদীর গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদ মাঠে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজের পূর্বে বক্তব্য রাখেন, আল্লামা সাঈদী ফাউন্ডেশন ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী ও জুলাই মঞ্চের সাবেক পিরোজপুর জেলা সদস্য সচিব তাহমিদ আল নাসিব। জানাজা নামাজ পরিচালনা করেন, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব। জানাজা নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, ওসমান হাদী যেদিন গুলি খেয়েছি সেদিন মনে হয়েছিল আমাদের শরীরেই গুলি লেগেছে। আমরা হাদীকে আল্লাহর জন্য এবং বাংলাদেশের জন্য ভালোবাসি। যতদিন পর্যন্ত ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি না পাবে এ দেশ, ততদিন পর্যন্ত ওসমান হাদীর এ আন্দোলন চলবে।