ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৩২ AM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে করা হয়।
এসসয় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আহসান হাবীব মাসুদ সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন এবং সমাবেশে বক্তব্য রাখেন।