প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:৪৩ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণির ২১তম ব্যাচ ও অষ্টম শ্রেণির ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার পাটেশ্বরী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোর্শেদুর রহমান আনিস।
অনুষ্ঠানে বেলদহ দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভুরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক লতিফুর রহমান দুলাল, পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শামীম হাসান, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক আরিফুর রহমান আরিফ ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী তানিয়া সুলতানা বিদ্যালয়ের স্মৃতিচারণ করেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যানিকেতন নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিদায়ী শিক্ষার্থীদের আগামীর পথচলায় আরও আত্মবিশ্বাসী, নৈতিক ও সফল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রেজাউল করিম রাব্বি। শিক্ষক, অভিভাবক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।