শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
যশোর-বেনাপোল মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে নসিমন করিমন থ্রি হুইলার
ফিটনেস পরীক্ষার নামে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:৪৪ পিএম

যশোর-বেনাপোল মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মোটরবাইক,নসিমন, করিমন, থ্রি হুইলারসহ বেআইনি গণপরিবহন। 
মহামান্য হাইকোর্টের দেয়া নির্দেশনাকে তারা কোনমতেই কর্ণপাত করছে না। ফলে ব্যস্ততম এই মহাসড়কে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে।প্রাণহানির ঘটনাও ঘটছে।সৃষ্টি হচ্ছে যানজট। বাড়ছে জনদুর্ভোগ। 

এদিকে অবৈধ ও বেআইনি এসব গণপরিবহনের ফিটনেস পরীক্ষার নামে নাভারন হাইওয়ে থানা পুলিশ চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ।
দৈনিক রূপান্তর পত্রিকায় এতদাসংক্রান্তে তথ্য নির্ভর একাধিক রিপোর্ট প্রকাশিত হওয়ায় হাইওয়ে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের টনকনড়ে। কিছুদিনের বিরতির পর ফের নেমে পড়েছে চাঁদাবাজিতে। চাঁদাবাজির রুটের ধরণ কিছুটা পাল্টেছে। তারা এখন যশোর সদরের মালঞ্চিতে তল্লাশি আর ফিটনেস পরীক্ষার নামে রেশুমার চাঁদাবাজিতে লিপ্ত। 

ভুক্তভোগীসহ প্রত্যক্ষদর্শীদের দেয়া সুনির্দিষ্ট তথ্য ও বিবরণে জানা গেছে, নাভারণ হাইওয়ে থানা পুলিশ প্রতিদিন যশোর-বেনাপোল মহাসড়কের বিভিন্ন স্থানে ফিটনেস পরীক্ষার নামে এসব অবৈধ গনপরিবহন আটকে কাগজপত্র পরীক্ষা ও তল্লাশি চালাচ্ছে। 

আইনি নানা মারপেচে ফেলে চালকসহ যাত্রীদের জিম্মি করে আদায় করা হচ্ছে মোটা অংকের অর্থ। 

অভিযোগ উঠেছে,ফিটনেস পরীক্ষার বৈধতা নিতে ও উপরি মহলকে খুশি করতে হাইওয়ে থানা পুলিশ বেআইনি যান চলাচলের দায়ে চালককে অভিযুক্ত করে দুই একটি কেস স্লিপ ধরিয়ে দিচ্ছেন। কারো কারো কাছ থেকে আদায় করা হচ্ছে জরিমানার অর্থ। 

তথ্যানুসন্ধানে জানাগেছে, নাভারন হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে একজন সাব ইন্সপেক্টর এর নেতৃত্বে  ফিটনেস পরীক্ষার নামে প্রতিদিন অস্থায়ী একাধিক চেকপোস্ট বসিয়ে থাকেন। পর্যবেক্ষণে হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান নিজে গাড়িতে বসে এসব অস্থায়ী চেকপোস্ট তদারকি করে  থাকেন। 

খোঁজ নিয়ে জানাগেছে, নাভারন হাইওয়ে থানা পুলিশের এই তল্লাশি টীম প্রতিদিন নাভারন- সাতক্ষীরা হাইওয়ে সড়কের বাগআচঁড়া, সাতমাইল,বেলতলা বাজার,  উলাশী,নাভারন-সাতক্ষীরা মোড়, কলাগাছি, গদখালি, বেনিয়ালি,ঝিকরগাছা-ত্রিমোহিনি সড়কের স্মরণপুর জামতলা মোড়, লাউজানী রেলক্রসিংসহ বিভিন্ন স্থানে ফিটনেস পরীক্ষার নামে এই তল্লাশি চালিয়ে থাকেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com