শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মতলবে শিক্ষার মানোন্নয়নে মেধাবৃত্তি প্রদান
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:৩২ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চন্দ্রাকান্দিতে অবস্থিত এসইএল মডেল একাডেমী তার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করেছে। 

রোববার (১ ডিসেম্বর) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানে নতুন ভবন উদ্বোধন, কেক কাটা, আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা করে আগামী তিন বছর মেধাবৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়, যা এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দের সঞ্চার করে।

এসইএল মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং রিহ্যাব-এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল। তিনি বলেন, আমাদের লক্ষ্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য প্রস্তুত করা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে আমরা বদ্ধপরিকর।

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, এসইএল মডেল একাডেমী ইতোমধ্যে উপজেলার অন্যতম সেরা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষার মানোন্নয়নে এ প্রতিষ্ঠানের যে আন্তরিক প্রচেষ্টা, তা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য উদাহরণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। এছাড়া বক্তব্য রাখেন প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র ইবনুল সাইদ রানা, সমাজসেবক হাফিজুর রহমান রাকিব, সমাজসেবক সেহেল রানা ও আরিয়ান আরিফ।

বক্তারা বলেন, এসইএল মডেল একাডেমী শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানে অনন্য ভূমিকা পালন করছে। শিক্ষকরা অত্যন্ত যত্নবান এবং প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের আন্তরিকতা শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com