প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৭:০২ পিএম আপডেট: ২৫.১১.২০২৫ ৭:০৩ PM

মৌলভীবাজারে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস - ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের জন্য জেলা প্রশাসনের আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপ কমিটিও গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড জেলা ইউনিটের সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল শহীদ বুদ্ধিজীবী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধা এবং ২৪শের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। সবার সহযোগিতায় বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের আহ্বান জানান।