বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
বাংলাদেশের ইমাম প্রশিক্ষণে সহায়তা করতে চায় সৌদি সরকার: ধর্ম উপদেষ্টা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯:১২ পিএম

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল-শাইখের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এবং তার সঙ্গে আসা প্রতিনিধি দল। এ সময় সৌদি মন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনাধীন ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সৌদি আরবের জেদ্দা প্রদেশের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা ও তাঁর প্রতিনিধিদল বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন।
 
সাক্ষাতকালে উভয় পক্ষের পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের সেবার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। 

শেখ ড. আব্দুল লতিফ আল-শাইখ সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্কের গভীরতার প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, ইসলাম বিষয়ক মন্ত্রণালয় দাওয়াত, সচেতনতামূলক এবং দিকনির্দেশনামূলক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আগ্রহী, যা সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে, বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন শেখ ড. আব্দুল লতিফ আল-শাইখের সঙ্গে সাক্ষাতে আনন্দ প্রকাশ করেন এবং ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের নেতৃত্বমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি পবিত্র দুই মসজিদ ও হজযাত্রীদের সেবায় সৌদি সরকারের বিশাল প্রচেষ্টারও উচ্চ প্রশংসা করেন এবং বিশ্বের বিভিন্ন স্থানে মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার তাদের প্রচেষ্টার প্রশংসা জানান।

এছাড়া, ধর্ম উপদেষ্টা সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া বড় ধরনের সহায়তার প্রশংসা করে বলেন, তার দেশ সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যা উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম, হজ কনসাল আসলাম উদ্দীন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com