প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ৯:৩৯ PM

ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেছেন, আমি বিশ্বাস করি,ধানের শীষকে বিজয়ী করার জন্য কেন্দ্র কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। আমরা সবাই বিএনপির কর্মী, জিয়া পরিবারের কর্মী। আগামী দিনে জীবন বাজি রেখে ধানের শীষকে বিজয়ী করবো। কালিহাতীতে আমরা গত ১৭ বছর ধরে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে নির্বাচনী মাঠ প্রস্তুত করেছি, নতুন করে মাঠ তৈরি করার কিছু নাই। চূড়ান্ত মনোনয়ন যিনি পাবেন, তিনি সেই প্রস্তুত মাঠে দাঁড়িয়েই বিএনপিকে বিজয়ী করবেন।
তিনি বিএনপি মনোনয়ন বঞ্চিত হলেও নেতা-কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে বিএনপির চুড়ান্ত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালদিঘি কে.পি. উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পাইকড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জসিম খান।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সহ-সভাপতি মজনু মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হাবিবা হোসাইন প্রমুখ।
সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্যযে টাঙ্গাইল-৪ কালহাতী আসনে বিএনপি ঘোষিত সম্ভাব্য তালিকায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিনের নাম আসে তার পরে থেকেই উপজেলার কমিটির নীরব ভূমিকা পালন করে। এরপর থেকেই গত ১১ নভেম্বর পারখী ইউনিয়নের বর্গা বাজারে হাজার হাজার মোটরসাইকেল সোডাউন নিয়ে বর্ধিত সভা করে।